আল কুরআন জানা এবং মানা প্রতিটি মুসলিমের জন্য ফরজ। কুরআনের প্রতিটি বর্ণে, শব্দে ছড়িয়ে আছে আলোর দ্যুতি, রয়েছে আসমানী নির্দেশনা।এটি শুধু বিশ্বাসের গ্রন্থই নয়,মেনে চলার গ্রন্থও বটে। এটি অনুসরণ না করার অনীবার্য পরিণতি খুবই ভয়াবহ। আলহামদুলিল্লাহ আমরা অনেকেই কুরআনের নিয়মিত পাঠক।দিনের পর দিন পড়ছেন, এ মহান গ্রন্থকে না বুঝে পাঠের মধ্য দিয়ে অনেকে মাস-বছর-যুগ পার করেছেন। এটি আমাদের সর্বাধিক পঠিত গ্রন্থ হলেও বেশ অনেক শতাব্দিকাল ধরে তা না বুঝে পড়ার একমাত্র গ্রন্থে পরিণত হয়েছে। ফলে কুরআনুল কারিম মুসলিম উম্মাহর অধিকাংশ সদস্যের কাছে আজও অচেনা রয়ে গেছে। আমাদের জানামতে পৃথিবীতে না বুঝে পড়ার গ্রন্থ এমন দ্বিতীয়টি আর নেই! মহাগ্রন্থ আল কুরআন বান্দাহ ও তার রবের মধ্যে সেতুবন্ধক। এটি শাশ্বত জীবন বিধান। অসীম জ্ঞানী মহান রব একান্ত দয়ায় কুরআনের ভাব ও ভাষাকে মানুষের জন্য বোধগম্য করেছেন। মানুষের জীবনকে সফল ও অর্থবহ করার মহাপরিকল্পনায় এটি নাজিল করা হয়েছে। আমরা অনারব। তাই কুরআনকে কুরআনের ভাষায় বুঝা কঠিন বা অসম্ভব বলে মেনে নিয়েছি। অথচ আল্লাহ কুরআনকে সকলের জন্যই সহজ করেছেন এবং উদাত্ত আহবানও জানিয়েছন তা বুঝতে।
এ বিষয়ে আল্লাহ সুবহানাহু তায়ালা বলেন-
১. ‘আমি কুরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে। অতএব, কোন চিন্তাশীল আছে কি?’ (সূরা আল-ক্বামার/৫৪: ১৭)
২. ‘এটি একটি কল্যাণময় কিতাব, যা আমি আপনার প্রতি বরকত হিসেবে অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ লক্ষ্য করে এবং বুদ্ধিমানগণ যেন তা অনুধাবন
করে।’ (সূরা ছোয়াদ/৩৮:২৯)
৩. ‘তারা কি কুরআন সম্পর্কে গভীর চিন্তা করেনা? না তাদের অন্তর তালাবদ্ধ?’ (সূরা মুহাম্মদ/৪৭:২৪)
কুরআন মানুষের কাছে বিশ্বাসের যেমন দাবী রাখে, ঠিক তেমনি তা ভালোভাবে জানা, বুঝা ও পরিপালনের দাবিও রাখে। কুরআনকে জানার জন্য এর অনুবাদ পড়া সহায়ক কিন্তু তা মূল কিতাব (আরবী টেক্সট) পড়ার প্রশান্তি ও উপকার দেয় না। একটি সাধারণ গ্রন্থের অনুবাদেও মূল গ্রন্থের সৌন্দর্য হারিয়ে যায়। সেখানে কুরআনের কথা বলার অপেক্ষা-ই রাখে না। তাই কুরআনকে কুরআনের ভাষায় নিজ নিজ সামর্থের আলোকে বুঝার চেষ্টা করতে হবে। এখানেই আল্লাহ তা’আলার এই পবিত্র কিতাবের ভাষা শেখার গুরুত্ব নিহিত রয়েছে।
‘কুরআনকে আল্লাহ বোঝার জন্য সহজ করেছেন’- মহান রবের এ ঘোষণা সত্য এবং এতে সন্দেহ করার কোন অবকাশ নেই। কিন্তু আমরা কি তা সহজে বুঝতে পারছি? আরবী ভাষা সম্পর্কে যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তাদের কি অবস্থা? যারা কুরআন বুঝার লক্ষ্যে আরবী ভাষা শিখতে চান তারা কি সহজেই শিখতে পারছেন? কুরআনের ভাষা শেখা কেন সহজ হচ্ছে না? এ বিষয়ে আমরা বিশেষজ্ঞগণের সাথে মত বিনিময় করেছি। সকলের মতামতের সারমর্ম হচ্ছে, একজন আধুনিক শিক্ষিত মানুষের নিকট কুরআনের ভাষা শেখার জন্য যেভাবে উপস্থাপন করা প্রয়োজন ছিল তা করা হয়নি, এ বিষয়ে ব্যক্তি পর্যায়ে কিছু কাজ হলেও প্রাতিষ্ঠানিক কোন গবেষণা হয়েছে বলে আমাদের জানা নেই। ফলে প্রচলিত পদ্ধতিতে আরবী ভাষা শিখে কুরআন বুঝার বিষয়টি এতই জটিল যে, অনেকে এ ভাষা শিখতে গিয়েও সফল হতে পারছেন না। ফলে আগ্রহী ব্যক্তিরাও কুরআনিক আরবী ভাষা শেখার সাহস হারিয়ে ফেলছেন। একজন নিরক্ষর মানুষের জন্যও কুরআন বুঝা ফরজ। তাকে কতটুকু কুরআন বুঝতে হবে এবং কিভাবে তা সহজে বুঝতে পারবে এ বিষয়ে কোন গবেষণা হয়নি। একইভাবে একজন স্বল্প শিক্ষিত লোকের জন্য কতটুকু কুরআন বুঝা ফরজ এবং কিভাবে তারা সহজে তা শিখতে পারবেন এ গবেষণাও হয়নি। তেমনি একজন সাধারণ শিক্ষিত ব্যক্তি কিভাবে সহজে কুরআন বুঝতে পারবেন সে গবেষণাও প্রয়োজন। কুরআনকে না বুঝে তিলাওয়াতের কিতাব হিসেবে গ্রহণ করায় মুসলিম উম্মাহর অধিকাংশ সদস্য এর শিক্ষা ও হিদায়াত থেকে বঞ্চিত হচ্ছে।
কুরআনের ভাষাকে সহজ করে মানবতার সামনে উপস্থাপনের লক্ষ্যে কুরআন ট্রাষ্ট ঢাকা ২০১৮ সাল থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। স্বল্প সময়ের পথ চলায় আমরা চেষ্টা করেছি অভিন্ন লক্ষ্যে পরিচালিত দেশের উল্লেখযোগ্য কুরআন শিক্ষা উদ্যোগের সাথে পরিচিত হতে। দেশের প্রথিতযশা ইসলামিক স্কলার ও কুরআনের প্রাতিষ্ঠানিক খাদেমগণের সাথে এ বিষয়ে ধারাবাহিক মত বিনিময় করা হয়েছে। তাদের মূল্যবান সময়, নির্দেশনা এবং পরামর্শ আমাদেরকে এ পথে চলতে অনেকাংশে সাহসী করেছে। যাঁরা স্বপ্ন দেখেন- মুসলিম উম্মাহকে মহান রবের ভাষা বুঝার কাজে সহায়তা করাকে জীবনের অন্যতম কাজ হিসেবে গ্রহণ করবেন, আমরা তাদেরকে আহবান করছি আসুন- আমরা অন আরবদের জন্য কুরআন বুঝার সহজতম পথ ও পদ্ধতি বের করার লক্ষ্যে একসাথে কাজ করি।
সুপ্রিয় সুধি! কুরআনময় জীবন গঠনে কুরআন ট্রাস্ট ঢাকা-এর কার্যক্রমকে সফলভাবে পরিচালনার জন্য আপনার মূল্যবান পরামর্শ ও সবধরণের সহযোগিতা প্রত্যাশা করছি। আমাদের সাথে সম্পৃক্ত থাকার লক্ষ্যে প্রতিষ্ঠানের সদস্য হওয়ার জন্য আপনাকে উদাত্ত আহবান জানাচ্ছি।