সকলের জন্য কুরআন শিক্ষা (Understand Quran for All) বিশেষজ্ঞদের নিকট থেকে তথ্য সংগ্রহের উদ্দ্যেশ্যে প্রস্তুতকৃত সাক্ষাতকার পত্র
মুহতারাম,
আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ।আপনার অবগতির জন্য জানাচ্ছি যে,
একাডেমি অব কুরআন ট্রাস্ট, বাংলা ভাষা-ভাষিদের মধ্যে মহাগ্রন্থ আল-কুরআনকে কুরআনের ভাষায় বুঝে পড়ার কাজটি সহজতর করার লক্ষ্যে গবেষণা কাজ পরিচালনা করছে।
বর্তমান কাজকে যথাযথভাবে সম্পাদন করা এবং ভবিষ্যতে অধিকতর কার্যক্রম হাতে নেয়ার লক্ষ্যে কুরআন শিক্ষা ক্লাস পরিচালনায় দীর্ঘ অভিজ্ঞতার আলোকে
আপনার মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি। আপনার মূল্যবান সময়টুকু কুরআনিক উম্মাহ তৈরীর লক্ষ্যে আমাদের এ খিদমাতকে আরো বেগবান করবে বলে বিশ্বাস করি।
আপনাকে এ নিশ্চয়তা দিচ্ছি যে, জরিপে প্রদত্ত আপনার সকল তথ্যের যথাযথ গোপনীয়তা রক্ষা করা হবে ইনশা-আল্লাহ।
নিচের লিংকে ক্লিক করে কয়েকটি বিষয়ে আপনার মতামত জানালে কৃতার্থ হবো।